অ্যাকসেসিবিলিটি লিংক

কভিড টিকা এবং হৃদপিন্ডের সমস্যার মধ্যে সম্পর্ক থাকতে পারে: সিডিসি


যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক কেন্দ্র বা সিডিসি বুধবার বলেছে যে দুটি কভিড-১৯ এর টিকা এবং বালক ও তরুণদের ব্যতিক্রমী হৃদপিন্ডের সমস্যার মধ্যে সম্ভবত সম্পর্ক রয়েছে। ফেডারেল স্বাস্থ্য বিভাগ বলেছে ১২০০ ‘র ও বেশি লোক যারা ফাইজার কিংবা মডার্না টীকা নিয়েছে তাদের মধ্যে মাইয়োকার্ডিটিস বা হৃদপিন্ডের পেশি ফুলে যাবার লক্ষণ দেখা দিয়েছিল। এই অবস্থা নারীদের চেয়ে পুরুষদের মধ্যে বেশি করে লক্ষ্য করা গেছে এবং তা ঘটেছে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর। সিডিসি বলেছে এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্লান্তি এবং বুকে ব্যথা তবে তা খুবই সামান্য এবং তা সম্পূর্ণ সেরে উঠছে। সিডিসি বলছে যে এই দুটি টিকা এবং মাইয়োকার্ডিটিসের মধ্যে সম্ভাব্য সম্পর্ক সত্বেও, টীকা নেয়ার ঝুঁকির চেয়ে, টিকা নেয়ার উপকারিতা অনেক বেশি। অন্য এক খবরে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ব্রাজিলে ৩০ লক্ষ ডোজ জন্সন এন্ড জনসনের টীকা পাঠাচ্ছে। জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের হিসেবে ব্রাজিলে ৫,০৭,১০৯ জন কভিড ১৯ এ মারা গেছে । যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের স্থান। এখানে কভিড-১৯ এ মারা গেছে ৬, ০২,৮৩৭ জন।

XS
SM
MD
LG