অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে মাইথ্রিপালা সিরিসেনার জয়


শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে অপ্রত্যাশিত ভাবেই ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে হেরে গেছেন। নির্বাচনে বিজয়ী হয়েছেন বিরোধী জোটের প্রার্থী এবং সাবেক মন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনা।

দীর্ঘ দিনের নেতা মিঃ রাজাপাকসে নির্বাচনে তার পরাজয় মেনে নিয়েছেন এবং শুক্রবার সরকারী বাস ভবন “টেম্পেল ট্রিজ” ছেড়ে দিয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহষ্পতিবারে অনুষ্টিত প্রেসিডেন্ট নির্বাচনে মিঃ সিরিসেনা মোট প্রদত্ত ভোটের ৫১ দশমিক ২ শতাংশ পেয়েছেন। আর মিঃ রাজাপাকসে পেয়েছেন ৪৭ দশমিক ৫ শতাংশ ভোট

মাত্র কয়েক সপ্তাহ আগেও এটা প্রায় নিশ্চত ছিল যে মিঃ রাজাপাকসে তৃতীয় দফায় পুননির্বাচিত হবেন। শ্রীলংকায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক সংখ্যক ভোটার ভোট দেন।

মাহিন্দা রাজাপাকসে প্রায় এক দশক শ্রীলংকার ক্ষমতায় ছিলেন। তাঁর আমলেই দীর্ঘদিন ধরে চলতে থাকা শ্রীলংকার গৃহযুদ্ধের অবসান ঘটে।

XS
SM
MD
LG