কথিত ইসলামিক স্টেট জঙ্গিরা যে চীনা নাগরিককে হত্যা করেছে, চীন তার নিন্দে জানিয়েছে । এর আগে নরওয়ের নাগরিককে জিম্মি করে হত্যা করার বিরুদ্ধে নিন্দে জানিয়েছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ। তিনি এটিকে বর্বর কর্মকান্ড বলে বর্ণনা করেন।
চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং বলেছেন সন্ত্রাসবাদ হচ্ছে মানবতার এক অভিন্ন শত্রু এবং তার দেশ যে কোন রূপেই এর বিরোধীতা করছে। সরকার দায়ীদের বিচারের সম্মুখীন করতে প্রতিজ্ঞ।
ইসলামিক স্টেট জঙ্গিরা ইংরেজি ভাষায় তাদের অন লাইন পত্রিকা 'দাবিক' এ ৫০ বছর বয়সী একজন চীনা নাগরিক এবং ৪৮ বছর বয়সী নরওয়ের এক নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে। তাতে দুটি মরদেহের ছবি প্রকাশ করা হয় এবং এর নীচে লিখে দেওয়া হয় যে কাফির দেশ ও সংগঠন এদের পরিত্যাগ করার পর হত্যা করা হলো। মনে করা হচ্ছে এই দুইজনকে গুলি করে হত্যা করা হয়।