অ্যাকসেসিবিলিটি লিংক

তানজিন বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে চীনে ১২ জন গ্রেপ্তার


চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে যে বন্দরনগরী তিয়ানজিনের একটি গুদাম ঘরে বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টা সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারী বার্তা সংস্থা শিনহোয়া আজ জানিয়েছে যে গ্রেপ্তারকৃদের মধ্যে রয়েছেন , তিয়ানজিন গুদামের মালিক Ruihai International Logistics এর দু জন শীর্ষ শেয়ার হোল্ডা Yu Xuewei এবং Dong Shexuan

এর আগে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দু জন খুব প্রভাবশালী ব্যবসায়ীর স্বাকারোক্তি প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছিল যে তারা নাকি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তাদের সম্পর্ক ব্যবহার করে নিরাপত্তা সম্পর্কিত বাহ্যত নকল লাইসেন্স পায়।

শিনহুয়ার খবর অনুযায়ী রুইহাইয়ে সহকারী জেনারেল ম্যানেজারদের ও আটক করা হয়। তবে গ্রেপ্তারকৃত অন্যান্যদের নাম তারা জানায়নি।

খবরে বলা হয়েছে পুলিশের সন্দেহ যে এই কোম্পানী এবং বন্দীরা বিপজ্জনক রাসায়নিক পদার্থ অবৈধ ভাবে সেখানে মওজুদ করে রেখেছিল। এতে আরও বলা হয় যে Tianjin Zhongbin Haisheng নামের আরেকটি কোম্পানীর বিরুদ্ধে ও অভিযোগ রয়েছে যে তারা ঐ Ruihai কোম্পানিকে অবৈধ ভাবে নিরাপত্তা বিষয়ক কাগজপত্র পেতে সাহায্য করেছিল।

XS
SM
MD
LG