অ্যাকসেসিবিলিটি লিংক

চীন -তাইওয়ান ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত


তাইওয়ান এবং চীনের নেতারা আজ সিঙ্গাপুরে তাদের শীর্ষ বৈঠক শুরু করার আগে ঐতিহাসিক করমর্দন করেন। ১৯৪৯ সালের পর এই প্রথম দু পক্ষের মধ্যে সরাসরি বৈঠক হচ্ছে ।

বৈঠক শুরুর আগেই তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জেউ এবং চীনা নেতা ঝি জিনপিং পরস্পরকে দেখে মুচকি হাসেন এবং একদল সাংবাদিকের প্রতি হাত নাড়েন।

বৈঠকের শুরুতেই ঝি বলেন কোন শক্তিই আমাদের আলাদা করতে পারবে না, আমরা একই পরিবারে অন্তর্ভূক্ত । প্রসিডেন্ট মা বলেন যে যদিও এটা আমাদের প্রথম বৈঠক , মনে হচ্ছে আমরা যেন পুরোনো বন্ধু। তিনি বলেন যে তাইওয়ান প্রণালীর উভয় পাশে শান্তিকে অগ্রাধিকার দিতে তিনি সঙ্কল্পবদ্ধ। উভয় পক্ষেরই উচিৎ হবে পরস্পরের মূল্যবোধ এবং জীবন যাত্রা পদ্ধতির প্রতি সম্মান প্রদর্শন করা।

চীনে কর্তৃপক্ষ এ রকম আভাষ দিচ্ছেন যে এই বৈঠক হচ্ছে তাইওয়ান প্রণালীর উভয় দিকে উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এক মাইলফলক ।

প্রেসিডেন্ট মা বৈঠকে যোগ দিতে রওয়ানা হলে , ক্ষু্ব্ধ বিক্ষোভকারীরা তাইপেঈ ‘এর সংসদে জোর করে প্রবেশের চেষ্টা চালায়। পুলিশ তাদের থামিয়ে দেয় এবং কারও গ্রেপ্তার হবার কোন খবর পাওয়া যায়নি। বিক্ষোভকারীরা তাইপেঈ’র বিমানবন্দরেও প্রেসিডেন্ট মা বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমবেত হন । তিনি ঐ বৈঠকে যাবার আগে সেখানে সংবাদদাতাদের সঙ্গে কথা বলেন।

XS
SM
MD
LG