অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের বিধি নিষেধ প্রত্যাহারের সমুচিত জবাব দিতে চীনের হুঁশিয়ারি 


যুক্তরাষ্ট্র সরকার, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের উচ্চ পদস্থ কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর থেকে স্বআরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবার যে সিদ্ধান্ত নিয়েছে, চীন তার বিরুদ্ধে সমুচিত পদক্ষেপ নেবার প্রত্যয় ব্যক্ত করেছে I

পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও বলেন, পররাষ্ট্র দপ্তর, বহু দশক ধরে জটিল কতগুলি অভ্যন্তরীণ বাধা নিষেধ আরোপ করে আমাদের দুটি দেশের কূটনৈতিক ও অন্যান্য সরকারি কর্মকান্ডকে নিয়ন্ত্রন করতো I

চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, ঝাও লিজিয়ান বেইজিংয়ে সাংবাদিকদের জানান, তাইওয়ানের সঙ্গে চীনের একীভূতকরন প্রয়াসে চীন, কোনো দেশের হস্তক্ষেপ বরদাস্ত করবে না I চীন এখনো তাইওয়ানের সার্বভৌমত্ব দাবি করে থাকে এবং এমনকি একীভূত করার সামরিক হুমকিও দিয়েছে I প্রায় প্রতি দিনই চীনের জঙ্গিবিমানের তাইওয়ানের আকাশ লঙ্ঘন, এখন এক চরম উদ্বেগের বিষয় I

XS
SM
MD
LG