অ্যাকসেসিবিলিটি লিংক

চীনা অ্যাডমিরাল বলেছেন দক্ষিণ চীন সাগরে তাদের প্রকল্প “ন্যায়সম্মত, বৈধ এবং যুক্তিসংগত”


Secretary of Defense Ash Carter delivers the keynote address at the Shangri-La Dialogue in Singapore, May 30, 2015.
Secretary of Defense Ash Carter delivers the keynote address at the Shangri-La Dialogue in Singapore, May 30, 2015.

দক্ষিণ চীন সাগরে চীনের ভূমি দখল তৎপরতার যে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, চীন তা দৃঢ় ভাবে প্রত্যখ্যান করেছে।

চীনা অ্যাডমিরাল সুন জিয়ানগুও রবিবার সিঙ্গাপুরে এক নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে বলেন যে তাদের নির্মাণকাজ “ন্যায়সম্মত, বৈধ এবং যুক্তিসংগত,” এবং তাদের প্রকল্পগুলোর লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক গণ পরিসেবার ব্যবস্থা করে দেওয়া।

ওই অ্যাডমিরাল হচ্ছেন People’s Liberation Armyর deputy chief of staff। তিনি বলেন দক্ষিণ চীন সাগরে চীনের দাবিতে কোন পরিবর্তন নেই। তিনি আরও বলেন পরামর্শ ও আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে চীনের যে অবস্থান তাতে কোন পরিবর্তন হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী আশটন কার্টার, বলেন, দক্ষিণ চিন সাগরে বেইজিংয়ের কার্যক্রম আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এর একদিন পরেই চীনা অ্যাডমিরাল ওই মন্তব্য করেন।

XS
SM
MD
LG