অ্যাকসেসিবিলিটি লিংক

শেষ হলো চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের “কড়া” আলোচনা


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বাইডেন প্রশাসনের আমলে এই প্রথম চীনের সঙ্গে দু দেশের এই সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র চীনকে তার গুরুত্বপূর্ণ কিছু উদ্বেগের কথা জানিয়েছে। দু দিনের এই বৈঠক ছিল বিবাদপূর্ণ। ব্লিংকেন বলেন যুক্তরাষ্ট্রের কুটনীতিকরা জানতেন যে এমন কিছু বিষয় আছে যেখানে মৌলিক ভাবেই আমাদের মধ্যে মতভেদ রয়েছে যার মধ্যে রয়েছে ঝিনজিয়াং, হংকং, তিব্বত, এবং তাইওয়ানের ব্যাপারে চীনের কর্মকান্ড, তা ছাড়া সাইবার স্পেসের বিষয়টিও আছে।

আলাস্কার অ্যাংকরেজে দু দিনের আলোচনা শেষে তিনি সংবাদদাতাদের ব লেন, “চীন যে একাধিক কিছু ব্যবস্থা নিয়েছে এবং তারা যে আচরণ দেখাচ্ছে তা নিয়ে আমরা আমাদের উদ্বেগের কথা তাদের জানিয়েছি। আমাদের মিত্ররাও অনুরূপ উদ্বেগ পোষণ করেন। তিনি আরওবলেন, “এতে আশ্চর্য হবার কিছু নেই যে যখন আমরা স্পষ্টভাবে সরাসরি এই বিষয়গুলো উত্থাপন করলাম, তখন তাদের জবাব ছিল আত্মরক্ষামূলক”। তিনি বলেন এ ব্যাপারে আলোচনা শুরুর কয়েক ঘন্টা আগেই চীনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ঝাও লীজান স্পষ্ট করেই বলেন, “ সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং মূল স্বার্থ নিয়ে চীনের আপোষ করার কোন জায়গা নেই। কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক প্রধান ইয়াং জিয়েচি এবং পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই কোন রকম বিবৃতি না দিয়েই গতকাল আলোচনা থেকে বেরিয়ে যান।

XS
SM
MD
LG