অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার পারমাণবিক মূল্যায়ন রিপোর্টের তীব্র সমালোচনা করেছে চীন


Deputy Defense Secretary Patrick Shanahan, left, speaks next to Deputy Energy Secretary Dan Brouillette, during a news conference on the 2018 Nuclear Posture Review at the Pentagon, Feb. 2, 2018.
Deputy Defense Secretary Patrick Shanahan, left, speaks next to Deputy Energy Secretary Dan Brouillette, during a news conference on the 2018 Nuclear Posture Review at the Pentagon, Feb. 2, 2018.

রবিবার চীন আমেরিকান সরকারের এক রিপোর্টের তীব্র সমালোচনা করে। চীন ওই রিপোর্টকে সম্ভাব্য পারমাণবিক প্রতিদ্বন্দ্বী বলে আখ্যায়িত করে এবং ওয়াশিংটনের প্রতি, আমেরিকার পারমাণবিক সম্ভার হ্রাস করার আহ্বান জানায়।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রেন গাওচিয়াং এক সরকারি বিবৃতিতে বলেন চীন দৃঢ় ভাবে ওই রিপোর্টের বিরোধিতা প্রকাশ করছে।

শুক্রবার পেন্টাগান ২০১৮ পারমাণবিক পশ্চার রিভিউ (এনপিআর)প্রকাশ করে। ওই রিপোর্টে পারমাণবিক আক্রমণ নিবৃত্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্র সম্ভার হাল নাগাদ করার আমেরিকান পরিকল্পনার রুপরেখা দেওয়া হয়।

XS
SM
MD
LG