অ্যাকসেসিবিলিটি লিংক

শুল্ক হ্রাস করার জন্য রাজি হয়েছে চীন এবং যুক্তরাষ্ট্র


বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে বাণিজ্য যুদ্ধ চলাকালীন উভয় দেশ পরস্পরের পণ্যের ওপর যে শুল্ক বৃদ্ধি করেছিল তা কিছুটা হ্রাস করার জন্য রাজি হয়েছে চীন এবং যুক্তরাষ্ট্র ।

মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং এক সংবাদ সম্মেলনে জানান, বাণিজ্য আলোচনায় প্রথম অধ্যায়ে যদি আলোচনাকারীরা পৌঁছতে পারেন, তাহলে যুক্তরাষ্ট্র এবং চীন উভয়েরই একই সময়ে শুল্ক হ্রাস করা উচিৎ। আলোচনার ওপর ভিত্তি করে শুল্ক হ্রাসের পরিমাণ নির্ণয় করা হবে। চীন ও যুক্তরাষ্ট্র একাধিকবার পরস্পরের কয়েক কোটি ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করে। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার ন্যাভারো ভয়েস অফ আমেরিকার ম্যান্ডারিন বিভাগকে বলেন, প্রথম অধ্যায়ে চীনের বাণিজ্য নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়ে আলোচনা হবে। মুদ্রা কারসাজি, বাধ্যতামূলক প্রযুক্তি স্থানান্তর এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি নিয়েও আলোচনা হবে।


XS
SM
MD
LG