অ্যাকসেসিবিলিটি লিংক

ঈশ্বরদীতে এক খ্রিস্টান যাজককে গলা কেটে হত্যার চেষ্টা


আগেরদিন গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সামরিক শাখার প্রধান বলে কথিত ব্যক্তি বিস্ফোরক উদ্ধারের সময় গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। মঙ্গলবার কাকডাকা ভোরে চট্টগ্রামে এই ঘটনা বলে পুলিশ জানিয়েছে। সোমবার জেএমবির পাচ জন সদস্যকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ আটকের কথা বলা হয়েছিল।
এদিকে, সোমবার পাবনার ঈশ্বরদীতে একজন খ্রিস্টান যাজককে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় একজন ইসলামী ছাত্রশিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সোমবার ঈশ্বরদীর গোকুলনগর এলাকায় ওই খ্রিস্টান যাজকের বাড়িতে ঢুকে পড়ে তিন যুবক। পরে গলা কেটে হত্যার চেষ্টার সময় ওই যাজকের চিৎকারে লোকজন জড়ো হলে ওই যুবকেরা পালিয়ে যায়। এতে ওই যাজকের গলায় আঘাত লেগেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।..ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG