ইয়েমেনের কর্মকর্তারা বলছেন যে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সে দেশের প্রেসিডেন্টকে সমর্থনকারী বাহিনী এবং ২০১১ সালের গণ অভুত্থানে ক্ষমতাচ্যুত এক নেতার সমর্থক বাহিনীর মধ্যে সংঘাতে কমপক্ষে ছ’জন প্রাণ হারিয়েছে।
সাবেক নেতা আলী আব্দুল্লাহ সালেহর প্রতি অনুগত নিরাপত্তা বাহিনী ইয়েমেনের দক্ষিনাঞ্চলের প্রধান শহর এডেনের আন্তর্জাতিক বিমান বন্দরে আক্রমণ চালায়। সেখানে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির প্রতি অনুগত মিলিশিয়াদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়। এই সংঘাতের জন্যে বিমান বন্দরকে বন্ধ রাখতে বাধ্য করা হয়।
উভয় পক্ষের সৈন্যরা ঐ বন্দর নগরীর অন্যান্য এলাকায়ও লড়াই করে। সুত্রগুলো জানাচ্ছে যে ঐ সংঘাতে সালেহপন্থি যোদ্ধাদের চারজন এবং মিলিশিয়াদের দুজন নিহত হয়। বেশ কয়েকজন লোক আহতও হন।
রাজধানী সানা থেকে ভয়েস অফ আমেরিকার সোমালী বিভাগের একজন সাংবাদিক জানান যে সানা থেকে উড়ে যাওয়া একটি জঙ্গি বিমান এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে আক্রমণ চালায় । তারা প্রেসিডেন্ট ভবনে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করলে, প্রেসিডেন্টের প্রতি অনুগত সৈন্যরা বিমান বিধ্বংসী কামান ব্যবহার করে।
প্রেসিডেন্টের একজন সহকারীকে উদ্ধৃত করে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা বলেন যে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর নিরাপদ আছেন।