অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরের প্রথম পর্যায়ে সিয়েটেল ব্যবসায়িক নের্তৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসছেন


চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং যুক্তরাষ্ট্রে তাঁর বহুল প্রতীক্ষিত সফরে মঙ্গলবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়েটল এ গিয়ে পৌছেছেন।

সেখানে চীনা নেতা বোয়িং ও মাইক্রসফট সহ ঐ অঞ্চলের ব্যবসায়িক নের্তৃবৃন্দের সঙ্গে বানিজ্য , সাইবার সেকিউরিটি এবং প্রযুক্তি বিষয়ে কথা বলবেন । তিনি মঙ্গলবার দিনের আরও শেষের দিকে গুরুত্বপূর্ণ নীতি বিষয়ক ভাষণ দেবেন বলে মনে করা হচ্ছে।

Wall Street Journal, এর একটি প্রশ্নের লিখিত উত্তরে ঝি বলেন যে তাঁর সরকার সাইবার সেকিউরিটির বিষয়টি গুরুত্বের সঙ্গেই নিচ্ছে এবং যে সব হ্যাকার বানিজ্য বিষয়ক গোপন খবর চুরি করছে তারা সহ সব সাইবার অপরাধীদের আইন ও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শাস্তি হওয়া উচিৎ। ঝি লেখেন যে চীনা সরকার কোন ধরণের বানিজ্যিক গোপনীয়তা চুরির সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এ ব্যাপারে চীনা কোম্পানীগুলোকে ও সমর্থন করে না। তিনি বলেন যে সাইবার আপরাধের ব্যাপারে বেইজিং সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রস্তুত । এই ব্যাপার এবং অর্থনৈতিক বিষয় নিয়ে ঝি এবং প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার হোয়াইট হাউজে আরও বিস্তারিত আলাপ আলোচনা করবেন।

XS
SM
MD
LG