অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন মিশরে দেশটির রাজনৈতিক বিবর্তন নিয়ে আলোচনা করবেন


পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন এখন মিশরে রয়েছেন – সেখানে তিনি দেশটির রাজনৈতিক বিবর্তন নিয়ে আলোচনা করবেন নতুন ক্ষমতায় অভিসিক্ত প্রেসিডেন্ট মোহামেদ মোরসী ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে ।

ক্লিনটন কায়রো গিয়ে পৌঁচেছেন শনিবারে আবু ধাবী থেকে বিমান উড়ানে করে । ক্লিনটনের সঙ্গে সফর করছেন ভয়েস অফ এ্যামেরিকার যে সংবাদদাতা , তিনি জানাচ্ছেন – দেশটিতে তাঁর দু’দিনের সফরকালে ক্লিনটন আলেকযান্দ্রিয়ায় এ্যামেরিকান কনস্যুলেট আবার নতুন দফায় উদ্বোধন করবেন ।

পররাষ্ট্র দফতরের পদস্থ এক কর্তাব্যক্তি বলছেন – মিশরের রাজনৈতিক বিবর্তন বিষয়ে মোরসীর কি ধ্যান ধারনা , ক্লিনটন তা শুনতে আগ্রহি এবং মিশরের নতুন সরকারকে মদত দিতে যুক্তরাষ্ট্র কি করতে পারে তাও তিনি তাঁর কাছে জানতে চান ।

ক্লিনটন মিশর গিয়েছেন এশিয়ায় এক সপ্তাহের সফরের পর । ওয়াশিংটন ফেরার আগে তিনি ইস্রাইলও সফর করবেন ।

XS
SM
MD
LG