অ্যাকসেসিবিলিটি লিংক

এশিয়া ও মধ্যপ্রাচ্যের ৯টি দেশে সফর শেষে মঙ্গলবার ক্লিনটন ওয়াশিংটন ফিরেছেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটন বলেছেন , ইরানকে পারমানবিক অস্ত্র হস্তগত করা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র তার ক্ষমতার মধ্যে যাই সম্ভব তা করবে ।

জেরুযালেমে ইস্রাইলের শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনার পর সোমবার ক্লিনটন কথা বলছিলেনে । তিনি বলেন – এ ব্যাপারে ইরানের বক্তব্য সেই অবধি প্রাথমিক স্তরেই রয়ে গিয়েছ এখনো ।

ক্লিনটন বলেন , আমরা সকলে কূটনৈতিক সমাধানই চাই এবং ইরানের নেতাদের এখনো সঠিক সিদ্ধান্ত নেবার সূযোগ রয়েছে এবং কি করা উচিত সেটা শেষ পর্যন্ত ইরানকেই ঠিক করতে হবে ।

যুক্তরাষ্ট্র , ইস্রাইল এবং য়ুরোপের বেশ কিছু দেশ সন্দেহ করে যে , ইরান পারমানবিক অস্ত্র বানাচ্ছে । ইরান অবশ্য এ কথা অস্বীকার করে । তার কথা হলো য়ুরেনিয়াম পরিশীলন সে করছে অসামরিক জ্বালানী উত্পাদন ও চিকিত্সা গবেষনার কাজের জন্যে ।

য়ূরোপ , এশিয়া ও মধ্যপ্রাচ্যের ৯টি দেশে দু’ সপ্তাহের সফর শেষ করে মঙ্গলবার ক্লিনটন ওয়াশিংটন ফিরেছেন ।

XS
SM
MD
LG