অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকানরা আফগান যুদ্ধের বিপোক্ষেঃ সিএনএন সমীক্ষা



একটি নতুন সমীক্ষায় দেখা গিয়েছে যে আমেরিকানরা ভিয়েতনাম যুদ্ধের চাইতেও আফগানিস্তানের যুদ্ধকে আরো বেশী অপছন্দ করছেন। ভিয়েতনাম যুদ্ধ হয়েছেল ৪০ বছরের আগে।

সিএনএন টেলিভিশন এবং ওআরসি ইন্টারন্যাশনাল বলছে মাত্র ১৭ শতাংশ আমেরিকান আফগান যুদ্ধের পক্ষে এবং ৮২ শতাংশ এর বিপক্ষে।

চার বছর আগেও ৫২ শতাংশ মানুষ যারা এই যুদ্ধের পক্ষে ছিল, তার চাইতে এখনকার সংখ্যা অত্যন্ত কম। এই সমীক্ষায় আর বলা হয়েছে যে মাত্র প্রায় ৩০ শতাংশ আমেরিকান বিশ্বাস করেন যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের জয় হয়েছে।

সিএনএনএর সমীক্ষায় আর বলা হয়েছে যে, বেশীর ভাগ আমেরিকান চান যে ২০১৪ সাল শেষ হবার আগেই যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ত্যাগ করুক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ঐ সময়সীমা ধার্য্য
করেছেন।

গত সপ্তাহে, ওয়াশিংটন পোষ্ট এবং এবিসি নিউজ একই ধরণের আরেকটি সমীক্ষায় চালায়, সেখানে দেখা গিয়েছে যে বেশীর ভাগ মানুষই মনে করছেন যে ঐ যুদ্ধ করার কোন প্রয়োজনই ছিল না।
XS
SM
MD
LG