অ্যাকসেসিবিলিটি লিংক

এই জীবাণু যুদ্ধে জয়লাভের সংকল্প ব্যক্ত করলেন বাইডেন


যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল আমেরিকানদের বলেন, ক্রমবর্ধমান করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের শিরদাঁড়া শক্ত রাখতে হবে এবং তিনি তাদের আশ্বস্ত করেন যে, আমেরিকা এই যুদ্ধে হার মানবে না। গতকাল থ্যাংকস গিভিং এর ছুটির প্রাক্কালে বাইডেন প্রতিশ্রুতি দেন যে, সত্যিকারের আশা রয়েছে, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। এটা চিরকাল থাকবে না। তিনি বলেন করোনাভাইরাসের বিরুদ্ধে প্রথম টীকা ডিসেম্বরের শেষ নাগাদ পাওয়া যাবে এবং সংকল্প ব্যক্ত করেন যে, যত দ্রুত সম্ভব গোটা দেশের মানুষকে টীকা দেওয়া হবে। নিজের শহর ডেলাওয়ারের উইলমিংটন থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন যে, এরই মধ্যে আমেরিকানদের সাবধানতা অবলম্বন করতে হবে যা অনেকেই পালন করতে চাননি কিংবা ইচ্ছেকৃত ভাবে অগ্রাহ্য করেছেন, যেমন অন্যদের সঙ্গে শারিরীক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক পরা এবং দলবদ্ধ ভাবে জড়ো না হওয়া।

বাইডেন বলেন সারা জীবন তিনি থ্যাংকস গিভিইং‘এর দিনে বিশাল পরিবার নিয়ে একত্রিত হয়েছেন কিন্তু এবার তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, আগামি ফার্স্ট লেডি জিল বাইডেন, তাঁদের কন্যা অ্যাশলি এবং জামাতা হাওয়ার্ড ক্রিন। বাইডেন, যাঁর অভিষেক ২০শে জানুয়ারি, বলেন দেশ এক দীর্ঘ, কঠিন শীতের মুখোমুখি। বাইডেন বলেন, আমরা এই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধে রয়েছি, একে অপরের বিরুদ্ধে নয়।

XS
SM
MD
LG