চীনা স্বাস্থ্য কর্মকর্তারা বুধবার ঘোষণা করেছেন নতুন করোনাভাইরাস ১৭ জন মারা গেছে। চীনের স্বাস্থ্য কমিশন এই ঘোষণা দিয়েছে, কর্তৃপক্ষ জানিয়েছে চীনের হুবেই প্রদেশে এই মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ১৩ টি প্রদেশে ৪৪০জন এই ভাইরাসে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিষয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।চীনের উহান থেকে ছড়ানো এই ভাইরাসের প্রকোপকে বিশ্ব স্বাস্থ্য জরুরী অবস্থা ঘোষণা করা হবে কিনা তা বিবেচনা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪০ ছাড়িয়ে গেছে এবং এর মধ্যে ১৫জন চিকিৎসা সেবাদানকারী রয়েছেন। ভাইরাসটি উহান থেকে চীনের অন্যান্য শহর সাংহাই, বেইজিং গুয়াংডং সহ জাপান দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র করোনাভাইরাসে একজন আক্রান্ত হবার খবর প্রকাশ করে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন গত সপ্তাহে উহান থেকে এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের সিয়েটলে ফেরার পর নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
প্রেসিডেন্ট ডনালড ট্রাম্প সুইজারল্যান্ডের ডাভোসে এক সংবাদ সম্মেলনে সংবাদ্দাতাদের আশ্বস্ত করেছেন যে এই নতুন ভাইরাসের প্রকোপ মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের একটি পরিকল্পনা আছে। তিনি রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপ্তরের বিশেষজ্ঞদের ভূয়সী প্রশংসা করে বলেন তারা অসাধারণ, অভিজ্ঞ এবং আমরা খুব ভালো অবস্থানে রয়েছি।
ওদিকে চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যে তারা এই নতুন ভাইরাস সম্পর্কে তাদের সল্প জ্ঞান রয়েছে। তবে তারা সন্দেহ করছেন যে উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই প্রাদুর্ভাব শুরু হয়েছে। ঐ বাজারে অন্যান্য পশুর মাংস বিক্রি করা হয়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সোমবার ঘোষণা করেছে যে ভাইরাস, যা এক ধরণের নিউমোনিয়া তৈরি করে, এটি কেবল প্রাণী থেকে মানুষে নয়, মানুষ থেকে মানুষে সংক্রামিত হতে পারে। বিশ্বব্যাপী বিমানবন্দরগুলো ভাইরাস সনাক্তকরণের জন্য উহান থেকে ভ্রমণকারীদের স্ক্রিনিং শুরু করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মহামারীর সম্ভাবনা সম্পর্কে উদ্বিগ্ন। বিশ বছর আগে সারসের প্রাদুর্ভাবে চীন সহ বিশ্বব্যাপী ৮০০ লোক প্রাণ হারিয়েছিল।