বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, শুক্রবার জানায়,'কোভাক্স''র সঙ্গে অংশীদারিত্বে ২০২১ সালে তারা, ১৯০টি দেশে ২০০কোটি ভ্যাকসিন বিতরণ নিশ্চিত করবেI ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলি জানায়, ২০২১ সালের প্রথম ৪ মাসে এই কর্মসূচি গ্রহণ করা হবেI এই কর্মসূচির আওতায় 'কোভাক্স' কর্মসূচি নিম্ন ও মধ্যবিত্ত দেশগুলির জন্য ১০৩ কোটি ভ্যাকসিন সরবরাহ করতে যাচ্ছেI
ধনী দেশগুলিতে ভ্যাকসিনের সরবরাহ ও প্রয়োগ শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্রে আরো একটি ভ্যাকসিন এখন অনুমোদনের অপেক্ষায়I এমতাবস্থায় বাদ-বাকি বিশ্ব, গভীর আগ্রহে জীবনরক্ষাকারী এই ভ্যাকসিনের সরবরাহ ও চিকিৎসার প্রতীক্ষায় রয়েছেনI