অস্ট্রেলিয়ার ক্রিকেট দল সম্প্রতি নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর বাতিল করে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিদেশী দলগুলোর সফরের জন্য কতোটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে একটি প্রাণবন্ত লাইভ শো-তে অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, সাবেক ক্রিকেটার ইউসুফ রহমান বাবু, ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন আহসানুল হক।
শ্রোতারা ফোনে এবং ফেসবুকের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাদের মধ্যে কারো কারো মতে বাংলাদেশ বিদেশী দলের জন্য নিরাপদ, কেউ আবার একটু সন্দিহান। কেউ মনে করেন, ক্রিকেট নিয়ে রাজনীতি হচ্ছে, অথবা বাংলাদেশ বৈষম্যের শিকার। আপনি কি মনে করেন?
নিচে ক্লিক করে পুরো অনুষ্ঠানটি শুনতে পারেন।