অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রোয়েশিয়া এবং পার্শ্ববর্তী দেশগুলিতে ভূ-কম্পন অনুভূত 


মঙ্গলবার, ক্রোয়েশিয়া'র মধ্যাঞ্চলে ৬.৪ মাত্রার ভূ-কম্পন আঘাত হানলে. ১২ বছরের একটি মেয়েসহ ৭ জনের মৃত্যু হয়েছেI কর্মকর্তারা জানান, বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ি ধ্বসে পড়ে এবং চাপা পড়ে অন্ততঃ ২০ জন আহত হয়েছেন I

২৫,০০০ লোকের বসবাস, পেটরিনা শহরটি ছিল ভূ-কম্পনের কেন্দ্র-বিন্দু, যে শহরটি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়I প্রধানমন্ত্রী, আন্দ্রেজ প্লেনকোভিচ ও অন্যান্য মন্ত্রীরা একসঙ্গে উপদ্রুত এলাকা সফর করেনI প্রধানমন্ত্রী প্লেনকোভিচ বলেন, 'গ্লিনা' অঞ্চলে ৬ জন ও পেটরিনায় ১২ বছর বয়সী মেয়েটির মৃত্যু হয়I

ক্রোয়েশিয়া'র সেনাবাহিনী উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেI ক্রোয়েশিয়া'র সংবাদ মাধ্যম 'হিনা' জানায় সার্বিয়া, স্লোভেনিয়া অস্ট্রিয়া, ও বসনিয়াসহ মোট ১২টি দেশে ভূ-কম্পন অনুভূত হয়েছেI

XS
SM
MD
LG