অ্যাকসেসিবিলিটি লিংক

দেশ ছাড়তে মরিয়া জনগণ আবারো জড়ো হচ্ছে কাবুল বিমানবন্দরে


কাবুল বিমান বন্দরের উদ্ধার তৎপরতা ফাইল ছবি, ২৫শে অগাস্ট, ২০২১ - এপিAfghanistan, Aug. 25, 2021.
কাবুল বিমান বন্দরের উদ্ধার তৎপরতা ফাইল ছবি, ২৫শে অগাস্ট, ২০২১ - এপিAfghanistan, Aug. 25, 2021.

বিমান বন্দরের বাইরে মারণাত্মক বোমা বিস্ফোরণে ১০০ জনের বেশি লোকের মৃত্যুর এক দিন পরেই, উদ্ধার ফ্লাইট পুনরায় চালু হলে শুক্রবার, আফগানিস্তান থেকে চলে যেতে মরিয়া লোকজন কাবুল বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন I আফগান সংবাদ সংস্থা 'পাঝওয়োক' জানায়, বিস্ফোরণে অন্তত ৯০ জন আফগান প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ১৩জন সদস্যসহ মোট শতাধিক লোক প্রাণ হারিয়েছেন।

হামলা চালানোর কয়েক ঘন্টা পরেই ইসলামিক স্টেট গ্ৰুপ, তাদের সংবাদ মাধ্যম, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বিমান বন্দরের হামলার দায় স্বীকার করেI তারা বিমান বন্দর সংলগ্ন অ্যাবি গেইট এবং নিকটবর্তী একটি হোটেলের বাইরে দুটি স্থানে আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরণ ঘটায়I পেন্টাগনে সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় কমান্ডের প্রধান, জেনারেল মেকেঞ্জি বলেন, বোমা হামলার পর সেখানে বন্দুক লড়াই শুরু হয়I

ইসলামিক স্টেটের আঞ্চলিক সংস্থা, আইসিস-খোরাসান প্রদেশ নামে খ্যাত একটি দলকে এই হামলার জন্য দোষারোপ করে হয়েছেI

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জো বাইডেন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রত্যয় ব্যক্ত করেছেনI জাতীয় টেলিভিশন সম্প্রচারে বাইডেন বলেন, "যারা এই হামলা চালিয়েছে এবং যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি কামনা করে, তারা মনে রাখবেন, আমরা আপনাদের ক্ষমা করবো না, আমরা আপনাদেকে খুঁজে বার করবো এবং এর মূল্য আপনাদের দিতে হবে"I

XS
SM
MD
LG