অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট পুতিনের বৈঠক


হোয়াইট হাউজ জানিয়েছে, ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপকে রাশিয়ার বর্ধিতাংশ করায় যুক্তরাষ্ট্রের অষন্তোষ থাকা স্বত্বেও, ফ্রান্সে ডি-ডে বার্ষিকীর সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসেছেন।

শুক্রবার ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রাংকোইস হোলান্দের দেয়া মধ্যাহ্নভোজের সময় দুই নেতা প্রায় ১৫ মিনিট অনানুষ্ঠানিক আলোচনা করেন।

এর আগে নাৎসী বাহিনীর বিরুদ্ধে অভিযানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বৃটিশ বাহিনীর ফ্রান্সে আগমনী দিবস বা ডি-ডে অভিযানের ৭০তম বার্ষিকীতে প্রেসিডেন্ট ওবামা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীরদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে অনুষ্ঠিত স্মরণ সভায় অংশ নেন।

নরম্যান্ডির ওমাহা বীচের ওই অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ওবামা সেইসব বীরদের প্রতি অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

১৯৪৪ সালের ৬ই জুন, যুদ্ধে অংশ নিতে নরম্যান্ডির ওমাহা বীচে প্রায় ১ লক্ষ ৬০হাজার যৌথ বাহিনীর সদস্য অবতরণ করেন। দিনশেষে প্রায় সাড়ে চার হাজার সৈন্য মারা যান, যা বিশ্বের সেনা ইতিহাসে সবচেয়ে বড় জল যুদ্ধ। তবে ওই অভিযানে শেষ পর্যন্ত নাৎসী বাহিনীর বিরুদ্ধে যৌথ বাহিনীর জয় হয়।

প্রেসিডেন্ট ওবামা বলেন ডি-ডে’র সেইসব বীরদের কারনেই মানবতার ইতিহাসের গতি পরিবর্তিত হয়েছিল।

শুক্রবারের অনুষ্ঠানে বিশ্বের ১৮টি দেশের নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন।
XS
SM
MD
LG