অ্যাকসেসিবিলিটি লিংক

ডাকা নবায়নে ৪ হাজার আবেদনপত্র বাতিল করা হয়েছে


যুক্তরাষ্ট্রের নাগরিত্ব ও অভিবাসন সংস্থা USCIS বলেছে তারা ডাকার আওতায় নবায়নের দেরীতে জমা দেওয়া আবেদনপত্রগুলো যাচাই বাছাই করে দেখবে সেগুলো গ্রহণ করা যায় কিনা।

সেপ্টেম্বর মাসে ট্রাম্প প্রশাসন Deferred Action for Childhood Arrivals (DACA) কর্মসূচী বাতিলের ঘোষণা দেয়ার সময় এর আওতায় থাকা সকলকে শেষবারের মতো নবায়নের সুযোগ দেয়া হয়; যাতে আবেদনের শেষ তারিখ ছিল ৫ই অক্টোবর। এর আওতায় ৮ লক্ষ কাগজপত্রবিহীন তরুন তরুনীকে বহিস্কারাদেশ থেকে বাচিয়ে সাময়িক ওয়ার্ক পারমিটের আওতায় কাজ করার অনুমতি দেয় হয়েছিল। দুই বছর পর পর তাদের পারমিট নবায়ন করা হতো।

নির্ধারিত তারিখে শেষবার নবায়নের জন্য ১ লক্ষ ৩২ হাজার আবেদন জমা পড়েছে বলে জানায়। আরো ৪ হাজার আবেদন নিধৃআরিত তারিখের পরে জমা পড়ে যা সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

XS
SM
MD
LG