অ্যাকসেসিবিলিটি লিংক

দালাই লামা: চীনে সংস্কারের পরবর্তী ক্ষেত্রটি রাজনৈতিক


দালাই লামা বলছেন যে চীনের নতুন নেতা সম্ভবত রাজনৈতিক সংস্কার সাধন করবেন , যেমন করে বর্তমান নের্তৃত্ব অর্থনৈতিক সংস্কার সাধন করেছেন।

জাপানে এক ধর্মীয় সফর কালে , তিব্বতের এই নির্বাসিত নেতা সংবাদদাতাদের বলেন যে চীন এরই মধ্যে তার অর্থনীতির সংস্কার সাধন করছে । তিনি বলেন যে সম্ভাব্য প্রেসিডেন্ট Xi Jinping এর জন্যে এখন রাজনৈতিক সংস্কার সাধনের পথটাই খোলা আছে ।

তিনি বলেন যে হু জিন্তাও এর যুগ শেষ হয়ে গেছে, এখন ঝি পিং আসছেন প্রেসিডেন্ট হয়ে। তিনি মনে করেন যে রাজনৈতিক পরিবর্তন অর্থাৎ রাজনৈতিক সংস্কার ছাড়া বিকল্প আর কিছু নেই । অর্থনৈতিক সংস্কার এরই মধ্যে উন্নয়ন সাধন করেছে।

বর্তমানে ভাইস প্রেসিডেন্ট Xi , প্রেসিডেন্ট হু জিন্তাওয়ের কাছ থেকে কমিউনিস্ট পার্টি প্রধানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বৃহস্পতিবার দলের কংগ্রেসে। । তার পর মার্চ মাসে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন এবং এর ফলে সেখানকার নের্তৃত্বে প্রজন্মগত পরবর্তন আসবে।
XS
SM
MD
LG