অ্যাকসেসিবিলিটি লিংক

ভার্জনিয়া দার আল হাজরাহ মসজিদে জুম্মার নামাজের সময় যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের সংহতি


ভার্জনিয়া রাজ্যের ফলস চার্চের দার আল হাজরাহ মসজিদে স্থানীয় মুসলমান সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করতে শুক্রবার জুম্মার নামাজের সময় সেখানে যান যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান Congressman Don Beyer along with Congresswoman Eleanor Holmes Norton, Congresswoman Betty McCollum, ও স্থানীয় নির্বাচিত কর্মকর্তারা। বিস্তারিত শুনুন রিপোর্টে:

সম্প্রতি এই আল হাজরাহ মসজিদে ঘটে যাওয়া বর্নবাদী সন্ত্রাসী ঘটনা এবং সারা দেশের কয়েকটি স্থানে একই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা।

ভয়েস অব আমেরিকার সঙ্গে দেয়া কংগ্রেসম্যান Don Beyer বলেন, আমেরকিকায় যে কোনো মুসলমানের বিরুদ্ধে বর্ণবাদী হামলা ঘটানোর মানে হচ্ছে আমেরিকার বিরুদ্ধে সন্ত্রাস। তিনি আমেরকার মুসলমান সম্প্রদায়ের জন্যে যে বার্তাটি দিলেন তা হচ্ছে: যে কোনো অসহিষ্ণুতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন; বেশির ভাগ আমেরিকান মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সান বার্নার্ডিনোয় যা ঘটেছে তার সঙ্গে মুসলমান সম্প্রদায় বা ধর্মের কোনো সম্পর্ক নেই।

কংগ্রেসওম্যান Eleanor Holmes Norton বলেন আমি নিজে সংখ্যালঘূ একটি সম্প্রদায় থেকে এসেছি; আজ এখানে মুসলমান সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দাঁড়িয়ে আছি এবং আমি বুঝতে পারছি সংখ্যালঘূরা বর্নবাদী আচরনের শিকার হওয়ার ক্ষেত্রে কতোটা অরক্ষিত।

সেনেটর বারবারা ফেভোলা বলেন এখনই সময় আমাদের সকলেরই এর বিরুদ্ধে কিছু একটা করার।

সেনেটর স্কট সুরোভেল বলেন যুক্তরাস্ট্র একটি চমৎকার দেশ আর এই দেশটির প্রতিষ্ঠার সময়কার অন্যতম প্রধান যে একটি নীতি আদর্শ ছিল তা হচ্ছে ধর্মী স্বাধীনতা। আমরা চাই সকলেই নিজেদরেক নিরাপদ ভাবতে পারেন এমন পরিবেশ এখানে থাকবে। তার পরেও যদি কেই নিরাপদ না মনে করেন; যদি নিজেকে নি:সঙ্গ মনে করেন; আমরা আপনরার পাশে রয়েছি।

স্থানীয় কর্মকর্তা চার্নিলি হেরিং বলেন তিনি তার এলাকার মুসলমান সম্প্রদায়ের যে কোনো প্রয়োজনে পাশে থাকবেন। প্রতিনিধি মার্ক কিম, কায়ে কোরি, মার্কাস সাইমন; জুম্মার নামাজে ইমাম জোহারি মালিক ও CAIR প্রতিনিধি নিহাদ আওয়াদের সঙ্গে নামাজে অংশ নেন।

XS
SM
MD
LG