অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে হেরোইন ও অতিরিক্ত ওষুধ সেবন মহামারি আকার ধারণ করেছে


হেরোইন ও ডাক্তারের দেয়া প্রেসকিপশনের ওষুধ অতিরিক্ত পরিমানে সেবন করার ঘটনা যুক্তরাষ্ট্রে অনেকটা মহামারি আকার ধারণ করেছে। গাড়ী দুর্ঘটনা বা গোলাগুলিতে বছরে যে পরিমানে মানুষ মারা যায়, তার চেয়ে হেরোইন ও অতিরিক্ত ওষুধ সেবনে বেশী সংখ্যক মানুষ মারা যাচ্ছে। Drug Enforcement Administration এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।

Drug Enforcement Administration এর ভারপ্রাপ্ত প্রধান চাক রোসেনবার্গ বলেছেন দু:খজনক হলেও সত্য যে মাদক ও অতিরিক্ত ওষুধ সেবনের ফলে বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছে, ধ্বংস হচ্ছে বহু পরিবার ও সম্প্রদায়। তিনি বলেন এ সমস্যা এখন মহামারী আকার ধারণ করেছে।

প্রতিবেদনে বলা হয় ২০১৩ সালে অতিরিক্ত পরিমাণ ওষুধ সেবনের ফলে মারা যায় ৪৬ হাজার ৪৭১ জন মানুষ। একই বছর সড়ক দুর্ঘটনায় মারা যায় ৩৫ হাজার ৩৬৯ জন মানুষ। গত এক দশকে অতিরিক্ত ওষুধে মারা যাওয়ার হার বেড়েছে ৫০ শতাংশ।

XS
SM
MD
LG