অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গোলাগুলিতে অন্তত চার জন নিহত হবার


যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তারা বলছেন যে বুধবার টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের ফোর্ট হুড সামরিক ঘাটিতে একজন বন্দুকধারী গুলি চালিয়ে তিন জনকে হত্যা করেছে এবং তার পর নিজেকে ও হত্যা করেছে। ১৪ জন এতে আহত হয়েছেন।

শিকাগো থেকে প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় তাঁর শোক প্রকাশ করে বলেন যে এ রকম ঘটনা আবার ঘটেছে জেনে আমাদের মন ভেঙ্গে গেছে। তিনি আহত এবং তাদের পরিবারের কথা উল্লেখ করে বলেন যে যে তারা মুক্তির জন্যে অনেক বেশি ত্যাগ স্বীকার করেছেন। তিনি বলেন যে পরিস্থিতি এখন ও পরিস্কার নয়।

ঐ বিশাল ঘাটিতে কর্মকর্তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া বুধবারের এই গোলাগুলির প্রাথমিক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বন্দুক যুদ্ধের প্রথম প্রতিবেদনের পর টেলিভিশন ফুটেজে দেখা গেছে যে মিলিটারি পুলিশ ঐ ঘাটিটিঁ সন্ধানের সময়ে আকাশে হেলিকপ্টার দেখা যায়। নিকটবর্তী অসামরিক পুলিশ ও যানবাহনে তল্লশি কাজ চালায় এবং ঐ ঘাঁটির চতুর্দিক বন্ধ করে দেয়। ঘটনার কয়েক ঘন্টার পরই ঘাটিটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং মিলিটারি পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো কড়া প্রহরাধীন ঐ স্থাপনায় চিরুণি তল্লাশি চালাচ্ছে।
XS
SM
MD
LG