অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণ


আফগানিস্তানের পুর্বাঞ্চলে নির্বাচন বিষয়ক এক সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরিত হলে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে এবং আরো ৪২ জন আহত হয়েছে।

২০ শে অক্টোবর সেখানে যে সংসদ নির্বাচন হবার কথা তারই একজন প্রার্থির নির্বাচনী প্রচার দপ্তরে, নানাগারহার প্রদেশের কামা জেলায় এই মারাত্মক বোমা বিস্ফোরিত হয়। এই প্রার্থি নাসির মোহাম্মদের ভাগ্যে ঠিক কি ঘটেছে, তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি।

কথিত ইসলামিক স্টেট এই বোমা আক্রমণের দায় স্বীকার করে বলেছে যে এতে ৩৫ জন নিহত এবং আরও ৫৫ জন আহত হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে নির্বাচনী সমাবেশ হবার সময়ে ঐ আত্মঘাতি বোমাবাজের শরীরের সঙ্গে বোমাটি বাঁধা ছিল। এই প্রথম আফগানিস্তানে নির্বাচনী কোন কর্মকান্ডে বড় রকমের আক্রমণের ঘটনা ঘটলো। ৪১৭ জন নারীসহ এই নির্বাচনে আড়াই হাজার প্রার্থি অংশ নিচ্ছেন।

তালিবান এই নির্বাচনেক নাকচ করেছে এবং আই এস নানগারহারে সাম্প্রতিক সময়ে অসামরিক লোকদের উপর বোমা বিস্ফোরণ ঘটানো এবং অন্যরকম হামলা চালানোর দায় গ্রহণ করেছে।

XS
SM
MD
LG