মিশরে যে গণঅভুত্থানে হোসনে মুবারক ক্ষমতাচ্যুত হয়েছিলেন তার তৃতীয় বার্ষিকী উপলক্ষে মিশরের বিভিন্ন অনুষ্ঠানে মারাত্মক সহিংসতার ঘটনা ঘটেছে। সরকারী কর্মকর্তারা বলছেন যে আজ শনিবার সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৫ জন মারা গেছে । ও দিকে হাজার হাজার লোক কায়রোর তাহরির স্কোয়ারে সমবেত হয় সরকারের প্রতি সমর্থন জানায়।
ও দিকে সরকার বিরোধীদের সমাবেশটি পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। ীবডিও চিত্রে দেখা গেছে যে কায়রোতে সরকার সমর্থকরা বিরোধীদের ওপর ইট পাটকেল ছুড়ছে।
এই সব বিক্ষোভকারীর মধ্যে ছিল , সামরিক বাহিনী স্থাপিত বর্তমান সরকরের বিরোধী এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক।
তারা কায়রোতে বিক্ষোভ করছে এবং সরকার সমর্থকরাও ২০১১ সালের আরব বসন্তের বার্ষিকী উদযাপন করছে রাজধানীর অন্যান্য জায়গায়।
ও দিকে আজ শনিবার সুয়েজের পুলিশ দপ্তরের সামনে বোমা বিস্ফোরিত হয়। একাডেমির সামনে একটি বোমা বিস্ফোরিত হয়। কায়রোর পুলিশৈ একাডেমির কাছে ও বোমা বিস্ফোরণ ঘটে।
এর ঠিক একদিন আগেই কায়রো প্রকম্পিত করা উপর্যুপরি বোমা বিস্ফোরণে ৬ জন পুলিশ নিহত হয়। আল কায়দা দ্বারা অনুপ্রাণিত একটি গোষ্ঠি শুক্রবারের ঐ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
ও দিকে সরকার বিরোধীদের সমাবেশটি পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। ীবডিও চিত্রে দেখা গেছে যে কায়রোতে সরকার সমর্থকরা বিরোধীদের ওপর ইট পাটকেল ছুড়ছে।
এই সব বিক্ষোভকারীর মধ্যে ছিল , সামরিক বাহিনী স্থাপিত বর্তমান সরকরের বিরোধী এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক।
তারা কায়রোতে বিক্ষোভ করছে এবং সরকার সমর্থকরাও ২০১১ সালের আরব বসন্তের বার্ষিকী উদযাপন করছে রাজধানীর অন্যান্য জায়গায়।
ও দিকে আজ শনিবার সুয়েজের পুলিশ দপ্তরের সামনে বোমা বিস্ফোরিত হয়। একাডেমির সামনে একটি বোমা বিস্ফোরিত হয়। কায়রোর পুলিশৈ একাডেমির কাছে ও বোমা বিস্ফোরণ ঘটে।
এর ঠিক একদিন আগেই কায়রো প্রকম্পিত করা উপর্যুপরি বোমা বিস্ফোরণে ৬ জন পুলিশ নিহত হয়। আল কায়দা দ্বারা অনুপ্রাণিত একটি গোষ্ঠি শুক্রবারের ঐ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে।