যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী, লয়েড অস্টিন, যিনি বর্তমানে এশিয়া সফরে রয়েছেন, বলেন, চীনের বিরুদ্ধে সম্ভব্য বাধা জোরদার করতে আমেরিকার মিত্রদের সামরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়াসে, তিনি এই সফর করছেনI পেন্টাগনের প্রধান হিসাবে ইন্দো প্রশান্ত মহাসগরীয় প্রধান ঘাঁটি, হাওয়াই সফরের মধ্যে দিয়ে তাঁর এই যাত্রা শুরু হয়I
তাঁর সফরে তিনি টোকিও, নুতন দিল্লি ওদক্ষিণ কোরিয়ার রাজধানীতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করবেনI সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর এই সফরের মূল লক্ষ্য, আমাদের অংশীদারিত্ব ও জোটের বন্ধন মজবুত করাI
প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, আমরা যখন মধ্য প্রাচ্যে জিহাদিদের বিরুদ্ধে সংগ্রামে রত, চীন সেই সুযোগে অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করেছেI