অ্যাকসেসিবিলিটি লিংক

জলবসন্তের মত দ্রুত ছড়াতে পারে ডেল্টা ভেরিয়েন্ট- সিডিসি


ইন্দোনেশিয়ার সুরাবায়া হাসপাতালের বাইরে অপেক্ষমান ভ্যারিয়ান্ট সংক্রমিত রোগীদের ভিড়
১১ই জুলাই, ২০২১ ফাইল ছবি-জুনি ক্রিসওয়ান্ত-এএফপি
ইন্দোনেশিয়ার সুরাবায়া হাসপাতালের বাইরে অপেক্ষমান ভ্যারিয়ান্ট সংক্রমিত রোগীদের ভিড় ১১ই জুলাই, ২০২১ ফাইল ছবি-জুনি ক্রিসওয়ান্ত-এএফপি

দ্য ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জানায়, CDC বা যুক্তরাষ্ট্রের র রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র শুক্রবার অভ্যন্তরীণ কেন্দ্রীয় স্বাস্থ্য ঘোষণায় ডেল্টা ভ্যারিয়েন্ট সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রকাশ্যে জানাবে যে, যারা টিকা নিয়েছেন বা নেন নি তাদের মধ্যে আগ্রাসী জীবাণু ডেল্টা প্রকরণ জল-বসন্তের মত ছড়াতে পারেI

পত্রিকা দুটি জানায়, স্লাইডের মাধ্যমে CDC 'র কর্মকর্তাদের কাছে তথ্যাদি বিতরণ করা হয়েছেI এতে জনগণকে টিকা নিতে বা মাস্ক পড়তে আশ্বস্ত করতে এজেন্সির কর্মকর্তারা যে অসুবিধার মুখে পড়ছেন, তারও বিশদ ব্যাখ্যা দেয়া হয়েছেI

স্লাইড মারফত উপস্থাপনায় CDC 'র কর্মকর্তাদের টিকার ওপর গুরুত্ব আরোপ করে গণ-বার্তা তৈরির পরামর্শ দেয়া হয়েছে, যাতে জোর দিয়ে যেন বলা হয় যে, এই প্রকরণ এতটাই সংক্রমণশীল যে, যে এটি ভিন্নতর নতুন কোন ভাইরাসের মত অতি দ্রুত এক লক্ষ্যবস্তু থেকে অন্য লক্ষ্যবস্তুতে ছড়িয়ে পড়তে সক্ষম যা কীনা ইবোলা বা সাধারণ ঠান্ডা লাগার চাইতে ভিন্ন

ডেল্টা ভ্যারিয়েন্ট, যা গোটা দেশে কভিড -১৯ দ্রুত ছড়িয়ে দিতে সক্ষম, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন,ঘোষণা দিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের অবশ্যই টিকা নিতে হবে অথবা নিয়মিত পরীক্ষা করাতে হবে ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবেI

XS
SM
MD
LG