অ্যাকসেসিবিলিটি লিংক

চার ব্লগার হত্যা, দু’ বিদেশী হত্যা এবং শুক্রবার রাতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণ-এ নিয়ে ডক্টর শা’দিন মালিকের বিশ্লেষন:


Bangladeshi bomb squad police officers collect evidence at scene of Dhaka bomb blast, 21 Oct 2009
Bangladeshi bomb squad police officers collect evidence at scene of Dhaka bomb blast, 21 Oct 2009

চার জন ব্লগার হত্যাকান্ড, দু’জন বিদেশীকে গুলি করে হত্যা এবং সবশেষ শুক্রবার দিবাগত রাতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণসহ অনেক ঘটনায় এটা লক্ষ্য করা গেছে যে, তদন্ত কাজ সমাপ্ত হওয়া বা সুষ্ঠু অনুসন্ধানের আগেই ঊর্ধ্বতন মহল থেকে ঢালাও মন্তব্য করা হচ্ছে ঘটনা কারা ঘটিয়েছে বা ঘটনার পেছনের প্রকৃত উদ্দেশ্য কি? এতে কি তদন্ত কাজ বাধাগ্রস্ত হওয়া বা বিশ্বাসযোগ্যতা হারানোসহ পুরো আইনগত প্রক্রিয়াই বিঘ্নিত হয় না? এমন পরিস্থিতি দাড়ালে প্রকৃত অপরাধীদের ধরাছোয়ার বাইরে থাকার সম্ভাবনাই বা কতোটা বেড়ে যায় - এমন সব প্রশ্নে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিমকোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:03:37 0:00

XS
SM
MD
LG