অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্কে, জাতিসংঘে , বাংলাদেশের মহিসোপান দাবী পেশ করলেন


বাংলাদেশের পররাষ্টট্রমন্ত্রী ডা দীপু মণি , জাতিসংঘে তাঁর বক্তব্য উপস্থাপন করছেন
বাংলাদেশের পররাষ্টট্রমন্ত্রী ডা দীপু মণি , জাতিসংঘে তাঁর বক্তব্য উপস্থাপন করছেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি এই বুধবার নিউ ইয়র্কে, জাতিসংঘে , বাংলাদেশের মহিসোপান দাবী পেশ করেন আনুষ্ঠানিকভাবে । ঐ সময় ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগ টেলিফোনে তাঁর সঙ্গে কথা বলে । ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে আলোচনা হয় তাঁর সঙ্গে ।

দীপু মনি বলেন –ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন নদী, সীমান্ত সংঘাত , ছিটমহল ইস্যু , ট্রানজিট , দ্বিপাক্ষিক বানিজ্য ইত্যাদি বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর সফরকালে ঐকমত্য হবে বলে বাংলাদেশ আশা করছে । বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রধান প্রধান দিক হলো সন্ত্রাস প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা, শান্তি কায়েম প্রয়াস , সূশাসন প্রতিষ্ঠা , জলবায়ু পরিবর্তন সহ স্বাস্থ্য ও শিক্ষা খাতের সম্মিলিত উদ্যোগ প্রয়াস ।

XS
SM
MD
LG