সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে পালিত হল ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। পৃথিবীর প্রায় ২০০ মিলিয়ন মানুষ একসাথে হাত বাড়িয়ে দিয়েছে দিবসটি পালনে । শুধু একটি দিনের প্রচারণা নয়, প্রতিদিনের জীবনের অনুষঙ্গ হিসেবে হাত ধোয়ার ব্যাপারটি সহজ করে তোলাই মূল উদ্দেশ্য ।
ডায়রিয়া একটি পানি বাহিত রোগ এবং সংক্রমণের সবচেয়ে নিরাপদ মাধ্যম হচ্ছে হাতে লেগে থাকা জীবাণু । পৃথিবীতে প্রতিদিন প্রায় ২ হাজার শিশু ডায়রিয়ায় মারা যাচ্ছে । বিশেষত ঢাকায় মানুষের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পেছনে ভেঙ্গে পড়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, দূষিত খাবার পানি এবং অপর্যাপ্ত স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনাকেই দায়ী করলেন ইউএসএআইডি বাংলাদেশের জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. ইফতেখার রশিদ । শুধু পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর এক ভয়ানক তথ্য দিলেন তিনি । যা প্রায় ১ লক্ষ ১০ হাজার ।
হাত ধোয়া - এই মামুলি অভ্যাসটি রপ্ত করতে পারলে বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটি ভ্যাক্সিনের সমান কার্যকারিতা অর্জন করা সম্ভব এবং ভাইরাসজনিত নিউমোনিয়া, টাইফয়েড, কলেরা, কৃমি, রক্ত আমাশা, পরজীবীজনিত আন্ত্রিক রোগগুলো প্রতিরোধের জন্য ব্যয়কৃত বিপুল অর্থের সাশ্রয় হবে ।
ড. ইফতেখার তুলে ধরলেন দৈনন্দিন জীবনের চিত্রটি । আমাদের মধ্যে একটি ধারনা কাজ করে,হাত দেখতে পরিষ্কার মনে হলেই হাতে ময়লা নেই । শুধু মাত্র খাবার পরে কিংবা হাত-মুখ ধোয়ার সময় পানি দিয়ে ধুলে জীবাণু মুক্ত হয় না । হাতে জীবাণু থাকে অদৃশ্য । হাত ধুতে হবে সাবান এবং পানি দিয়ে ভাল করে এক মিনিট ধরে ।
আইসিডিডিআরবি বলছে, কলেরা সাধারণত মলের দূষিত পানি অথবা খাবারের মধ্যে থাকা ‘ভিব্রিও কলেরি’ নামক জীবাণু দ্বারা সংক্রমিত হয় । সমৃদ্ধ অর্থনীতি ও সম্ভাবনার সোপানে পা রাখার পরও গত কয়েক বছর ধরেই ঢাকা বিশ্বের অন্যতম বসবাসের অযোগ্য হিসেবে র্যাংকিং এ প্রথম সারিতে স্থান পাচ্ছে যদিও বাংলাদেশে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারকারীর সংখ্যা ৯৭ শতাংশ যা এক যুগ আগে ছিল মাত্র ৩৩ শতাংশ । শহুরে বাসিন্দারা মোটামুটি তথ্যগুলো জানেন,কিন্তু মুশকিলটা হচ্ছে কেউ তা সঠিকভাবে মানে না ।
সন্তানের জন্য আপনি অনেক কিছুই করেন । তাকে শেখাচ্ছেন ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসগুলো । কিন্তু পৃথিবীতে এখনো প্রতি মিনিটে একজন শিশু মারা যায় ডায়রিয়ায় ।খাবার আগে এবং মলত্যাগের পর ভালভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসটিতে অভস্থ্য করে তুলুন ।
আপনিও আসুন,হাত বাড়ান জীবনের জন্য ।
শরীফ উল হক ।
ঢাকা রিপোর্টিং সেন্টার ।
সহ যোগিতায় – ইউএসএআইডি এবং ভয়েস অব আমেরিকা ।