অ্যাকসেসিবিলিটি লিংক

ঋণ-মান নির্নায়ক সংস্থা যুক্তরাষ্ট্রের ঋণ-মান মাত্রা হ্রাস করেছে


নিউ ইয়র্কে এস অ্যান্ড পির ভবন
নিউ ইয়র্কে এস অ্যান্ড পির ভবন

ইতিহাসে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ঋণ-মান মাত্রা হ্রাস করা হলো। ঋন-মান মাত্রা নির্নায়ক সংস্থা এস এ্যান্ড পি যুক্তরাষ্ট্রের ঋণমানের সর্বকালের কূলীন মাত্রা সর্বোচ্চ শ্রেনীতে থেকে নিচের স্তরে নামিয়ে দিয়েছে । এটাকে অর্থনীতিবিদেরা অর্থনীতির জন্যে অশূভ লক্ষন রূপে চিহ্নিত ক’রছেন ।

বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্নীতিবীদ ডক্টর হাসান ইমাম বলছেন এতে করে যুক্তরাষ্ট্রের তো বটেই , সারা বিশ্বের আর্থ বাজারে তথা অর্থনীতিতেও বিরুপ প্রভাব পড়তে পারে । এমন কি পরবর্তী দু’তিন বছরে এই মাত্রা আরো নামারও আশংকা রয়েছে ।

ডক্টর হাসান ইমাম মনে করেন - এর প্রভাব অন্যান্য দেশেও পড়তে পারে - বিশেষ করে গ্রীসের পর এখন ইটালি ও স্পেইনে , এমোনকি ফ্রান্সেও যে ঋণ সংকটের আশংকা করা হচ্ছে তা আরো প্রকট হতে পারে । ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাত্কারে ডক্টর হাসান ইমাম এসব মন্তব্য করেন ।

XS
SM
MD
LG