অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা


ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর ফলে পশ্চিমবঙ্গের শারদ উৎসবের অর্থাৎ দুর্গাপুজোর মণ্ডপ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। সেই কারণেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতর থেকে জারি করা ওই নোটিসে পুজো কমিটিগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে অষ্টমী পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি ছাড়াও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া।বৃষ্টির কারণে কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলির পুর-এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের আজই ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। কাকদ্বীপ, হাসনাবাদ ও দিঘায় ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর।


XS
SM
MD
LG