অ্যাকসেসিবিলিটি লিংক

৯/১১ এর সন্ত্রাসী হামলার পর বেঁচে যাওয়া ডাস্ট লেডী মারা গেছেন


৯/১১ এর সন্ত্রাসী হামলার পর বেঁচে যাওয়া এক নারীর ধুলা আচ্ছাদিত যে ছবি প্রতিকী ছবি হয়ে উঠেছিল, তিনি ষ্টমাক ক্যান্সারে মারা গেছেন।

দুই সন্তানের জননী মার্সি বর্ডার্স নামের ৪২ বছর ওই নারী নিউ জার্সির বেয়নের অধিবাসী ছিলেন। সোমবার তিনি মারা যান। বুধবার ফেসবুক ষ্ট্যাটাসে তার ভাই মাইকেল এ তথ্য জানায়।

এক টুইটার বার্তার নি্বুইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও বলেন মার্সি বর্ডার্সের মৃত্যু ১৪ বছর আগে নিউইয়র্ক শহরের শোকাবহ সেই ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।

মার্সি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-১ এর ৮১ তলায় ব্যাংক অব আমেরিকায় কাজ করতেন। ৯/১১ সন্ত্রাসী হামলার সময় তিনি তার অফিসেই ছিলেন এবং অলৌকিকভাবে বেঁচে যান।

XS
SM
MD
LG