বাংলাদেশে সাত দশমিক পাঁচমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে-আতঙ্কে হাজার হাজার মানুষ রাস্তায় ও খোলা যায়গায় বেরিয়ে পড়েন- এ পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে- জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
ভূমিকম্প প্রবন অঞ্চল হিসেবে বাংলাদেশের ঝুঁকিপূর্ন ভৌগলিক অবস্থান এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আমির খসরুর রিপোর্ট মন্তব্য রয়েছে ঢাকার প্রকৌশল বিশ্বিদ্যালয়ের শিক্ষক প্রফেসার তাহমিদ আল হুসেইনের মন্তব্য।
নেপালের ভূমিকম্প নিয়ে আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন কাঠমান্ডু থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
শনিবার নেপালে ২ বার ভূমিকম্পের ঘটনায় কেঁপে ওঠে পূর্ব ও উত্তর ভারতে। এর ফলে বিহারে ৫ জন ও উত্তর বঙ্গের জলপাইগুড়িতে ১ জন নিহত হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। গৌতম গুপ্ত জানাচ্ছেন বিস্তারিত।