অ্যাকসেসিবিলিটি লিংক

চিলিতে ৮.২ মাত্রার ভুমিকম্প


চিলির উত্তর উপকুলে রিখটার স্কেলে প্রাথমিক ভাবে ৮.২ মাত্রার ভুমিকম্পের খবর পাওয়া যাচ্ছে ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ বিভাগ বলেছে যে মঙ্গলবার সন্ধ্যায় ইকিক শহরের ৯০ কিলোমিটার উত্তর পশ্চিমে এই ভূকম্পন অনুভূত হয়।

চিলির কর্তৃপক্ষ বলছে যে উপকুলবর্তী শহরগুলিতে দুই মিটার উঁচু ঢেউ আঘাত হেনেছে। এখন ও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির হিসেব পাওয়া যায়নি।

চিলির জরুরী দপ্তর বলছে যে এই ভুমিকম্পের জন্যে ভূমি ধ্বস নেমেছে এবং এর ফলে কোন কোন রাস্তা ও মহাসড়ক অংশত বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ উপকুল বরাবর জনগণকে নিরাপদ স্থানে সরে যাবার নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে চিলির কাছে এই ভুমিকম্পের পর হাওয়াই , আলাস্কা , ক্যালিফোর্নিয়া , অরেগন কিংবা ওয়াশিংটন রাজ্যের উপকুলে কোন রকম সুনামির হুমকি তারা দেখছেন না তবে অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
XS
SM
MD
LG