অ্যাকসেসিবিলিটি লিংক

চিলের এন্টার্টিকা অঞ্চলে ৭ মাত্রার ভূকম্পন অনুভূত 


চিলের কর্মকর্তারা জানান, তাদের এন্টার্টিক ঘাঁটির কাছে শনিবার ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে I কর্তৃপক্ষ, চিলের এদুয়ার্দো ফ্রেই এলাকায় সুনামি সতর্কতা জারি করেছেন I সম্ভব্য সুনামি ঢেউয়ের আশংকায়, চিলের জাতীয় জরুরি দপ্তর, অবিলন্বে সাগর সৈকত সংলগ্ন এলাকা থেকে উদ্ধার কাজের নির্দেশ দিয়েছেন I

এই এন্টার্টিকা অঞ্চলে চিলের বিমান বাহিনীর ঘাঁটি, একটি গ্রাম, হাসপাতাল, স্কুল, ব্যাঙ্ক, পোস্ট অফিস ও একটি গির্জা রয়েছে I গ্রীস্মকালে এখানকার জনসংখ্যা হয় ১৫০ জন এবং শীতে মাত্র ৮০ জন I

এছাড়াও অপেক্ষাকৃত কম শক্তিশালী, প্রায় ৬ মাত্রার অন্য একটি ভূকম্পন, সান্তিয়াগোর কাছে আঘাত হানে, তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায় নি I

XS
SM
MD
LG