অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে, ৫.৯ মাত্রার ভূমিকম্প 


স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, রবিবার ভোরে দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের, বন্দর গোনাভেহ এলাকায় ৫.৯ মাত্রার ভূকম্পন আঘাত হানেI এই এলাকায় অবস্থিত একটি পরমাণু প্রকল্পের কোনো ক্ষতি সাধিত হয় নিI তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায় নিI

টেলিভিশনের খবরে জানানো হয় যে, ভূকম্পনের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, তবে বিস্তারিত আর কিছু জানানো হয় নিI ইরান ইসলামী প্রজাতন্ত্র, বিশ্বের সবচাইতে বেশি ভূকম্পন প্রবন এলাকার মধ্যে অন্যতম বৃহৎI২০০৩ সালে, কিরমান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ৩১,০০০ লোকের মৃত্যু হয়েছিল এবং প্রাচীন 'বাম' শহরটি মাটিতে তলিয়ে যায়I

XS
SM
MD
LG