মিশরের সাইনাই উপদ্বীপে চরমপন্থীরা আক্রমণ চালিয়ে অন্তত ২৪ জন পুলিশকে হত্যা করে। মিশরের সামরিক বাহিনী ইসলামপন্থী মোহাম্মদ মোরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সেখানে সহিংসতা বৃদ্ধি পায়।
গাজা ভুখন্ড সীমান্ত সংলগ্ন রাফা শহরের কাছে সোমবার সকালে আক্রমণকারীরা বাস ভর্তী পুলিশদের উপর অতর্কিত হমলা চালায়।
সোমবার মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারাকের এক আইনজীবী বলেন মোবারাককে শীঘ্রই মুক্তি দেওয়া হবে।
ফারিদ আল দিব বলেন মিসরের আদালত মি মোবারাকের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ খারিজ করে। বিচার বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষনিক ওই খবরের সত্যতা যাচাই করা যায়নি।
গাজা ভুখন্ড সীমান্ত সংলগ্ন রাফা শহরের কাছে সোমবার সকালে আক্রমণকারীরা বাস ভর্তী পুলিশদের উপর অতর্কিত হমলা চালায়।
সোমবার মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারাকের এক আইনজীবী বলেন মোবারাককে শীঘ্রই মুক্তি দেওয়া হবে।
ফারিদ আল দিব বলেন মিসরের আদালত মি মোবারাকের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ খারিজ করে। বিচার বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষনিক ওই খবরের সত্যতা যাচাই করা যায়নি।