গরম বাতাস ভরা একটি বেলুন বিধ্বস্ত হয়েছে মিশরের লুকযর শহরের অদূরে – এতে বেলুনের আরোহি ১৯ পর্যটক প্রাণ হারিয়েছেন ।
বেলুনটিতে আগুন ধরে গিয়েছিলো এবং তাতে করে তা বিস্ফোরিত হয় । এটে ঘটেছে মঙ্গলবারে নীল নদের তীর ঘেঁসে বেলুনটি যখন কিনা ৩ শ’ মিটার উচ্চতা দিয়ে উড়ে যাচ্ছিলো । বৈমানিকসহ যাত্রিবাহি বেলুনের অপর দু’জন প্রাণে রক্ষা পেয়েছেন । নিহতের ভেতর ফ্রান্স , বৃটেন এবং অন্যান্য দেশের নাগরিকেরা ছিলেন । বেলুনটি উড়ছিলো যে যায়গাটির ওপর দিয়ে সেটি ছিলো এক সময় প্রাচীন মিশরের রাজধানী । ওখানকার পুরোনো সব ঐতিহাসিক নিদর্শন – উপাসনালয় , প্রাসাদ , সমাধি দেখতে ওখানটায় পর্যটকদের সমাগম ঘটে ।
বেলুনটিতে আগুন ধরে গিয়েছিলো এবং তাতে করে তা বিস্ফোরিত হয় । এটে ঘটেছে মঙ্গলবারে নীল নদের তীর ঘেঁসে বেলুনটি যখন কিনা ৩ শ’ মিটার উচ্চতা দিয়ে উড়ে যাচ্ছিলো । বৈমানিকসহ যাত্রিবাহি বেলুনের অপর দু’জন প্রাণে রক্ষা পেয়েছেন । নিহতের ভেতর ফ্রান্স , বৃটেন এবং অন্যান্য দেশের নাগরিকেরা ছিলেন । বেলুনটি উড়ছিলো যে যায়গাটির ওপর দিয়ে সেটি ছিলো এক সময় প্রাচীন মিশরের রাজধানী । ওখানকার পুরোনো সব ঐতিহাসিক নিদর্শন – উপাসনালয় , প্রাসাদ , সমাধি দেখতে ওখানটায় পর্যটকদের সমাগম ঘটে ।