অ্যাকসেসিবিলিটি লিংক

মিশর গাজার সঙ্গে তার রাফাহ সীমান্ত পারাপারের স্থান খুলে দিয়েছে


গত তিন মাসে এই প্রথমবার মিশর আজ গাজার সঙ্গে তার রাফাহ সীমান্ত পারাপারের স্থানটি উভয় দিক থেকেই খুলে দিয়েছে। এই পারপার স্থানটি তিনদিনের জন্যে খোলা হয়েছে যাতে ফিলিস্তিনিরা গাজা ভূখন্ডে প্রবেশ করতে পারবেন আবার বাইরেও যেতে পারেন।

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়ক নিকোলে ম্লাদেনফ গত সপ্তার গোড়ার দিকে বলেন যে তিনি আশা করছেন যে নিরাপত্তা পরিস্থিতি এতটাই উন্নত হবে যাতে এই সিদ্ধান্ত আরও সম্প্রসারিত হয় এবং সীমান্ত নিয়মিত খোলা রাখা যায়।

২০১৩ সালে কায়রোর ইসলামপন্থি প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হবার পর থেকে মিশর তার সীমান্ত মূলত বন্ধই রাখে।

ফিলিস্তিনিদের তাদের বাড়িতে যাতে ফিরতে পারে সে জন্যে গত মাসে মিশর অল্প সময়ের জন্যে রাফাহ সীমান্ত খুলে দিয়েছিল।

XS
SM
MD
LG