অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের আদালত রায় দেওয়ার পর আল জাজিরার সাংবাদিক ক্ষমা মঞ্জুরের আহ্বান জানিয়েছেন


Mideast Egypt Al Jazeera
Mideast Egypt Al Jazeera

আল জাজিরার অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার গ্রেস্ট রবিবার বলেছেন শনিবার তাকে ও তার দুই সহকর্মীর বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা “রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত”। তিনি বলেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসির অবিচারকে সুবিচার করার এখন একটা সুযোগ আছে এবং তিনি তিন সাংবাদিককে ক্ষমা করে দিতে পারেন।

মিশরের এক আদালত তিন সাংবাদিক --- গ্রেস্ট, ক্যানেডিয়ান মোহাম্মদ ফাহমী এবং মিশরীয় বাহের মোহাম্মদ—সকলকেই নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করার অপরাধে দোষী সাব্যস্ত করেছে। আদালত তাদের তিন বছরের কারাদন্ড দিয়েছে।

এ বছরের গোড়ার দিকে গ্রেস্ট অস্ট্রেলিয়ায় ফিরে যান, কিন্তু মোহাম্মদ ও ফাহমী মিশরে জামিনে মুক্ত ছিলেন। শনিবার তাদের আবার আটক করা হয়।

XS
SM
MD
LG