অ্যাকসেসিবিলিটি লিংক

মিসরে মুসলিম ব্রাদারহুড নেতাদের গ্রেপ্তারের আদেশ




মিসরের শীর্ষস্থানীয় সরকারী কৌশুলীরা মুসলিম ব্রাদারহুড দলের উর্ধোতন নেতাদের গ্রেপ্তারের আদেশ দিয়েছেন যখন দেশের আস্থায়ী প্রধান মন্ত্রী একটি অন্তর্বতী সরকার গঠনের জন্য দলটিকে অন্তর্ভূক্ত করেতে চাইছেন।

সরকারী কৌঁশুলীদের অপিস থেকে জারি করা একটি বিবৃতিতে বুধবার বলা হয়েছে মুসলিম ব্রাদারহুড দলের নেতা মোহাম্মেদ বাদেইসহ তার একজন ডেপুটি এবং আরো আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছে। ঐ বিবৃতিতে বলা হয়েছে এই সপ্তাহের গোড়ার দিকে রিপাবলিকান গার্ডএর সদর দপ্তরের বাইরে যে হিংসা হানাহানি হয় সেটা তাদের উষ্কানিতেই হয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ওই ঘটনায় ৫০ জন নিহত হয় ।

মুসলিম ব্রাদারহুড এবং ণো’র পার্টি উভয়ই সামরিক বাহিনী এবং অস্থায়ী প্রেসিডেন্ট আদলে মন্সুরের অন্তর্বতী সরকার গঠনের পরিকল্পনার সমালোচনা করেছে।

সেখান থেকে ভয়েস অব আমেরিকার সেরোণ বেং জানান,
প্রধান উদারপন্থী দল এবং তরুণদের “তামারুদ” আন্দোলন উভয়ই বলছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে এগিয়ে যাওয়ার ব্যপারে তারা সরকারের দেওয়া রোড ম্যাপের সংগে একমত নয় এবং তারা এর পরিবর্তন চায়।
XS
SM
MD
LG