অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে দ্বিতীয় প্রস্থের সংসদীয় নির্বাচনে মিশরিয়রা বিপুল সংখ্যায় ভোট দিচ্ছেন


NASA image shows Large and Small Magellanic Clouds, two dwarf galaxies orbiting the Milky Way, at the head of the gaseous stream.
NASA image shows Large and Small Magellanic Clouds, two dwarf galaxies orbiting the Milky Way, at the head of the gaseous stream.

মিশরে এখন সংসদ নির্বাচনের দ্বিতীয় প্রস্থের ভোট গ্রহণ শুরু হয়েছে, নভেম্বরের শেষাশেষি প্রথম প্রস্থের ভোটে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের ফ্রিডাম এ্যান্ড জাস্টিস পার্টি ও আল নূর সালাফি পার্টি প্রাধান্য বিস্তার করবার পর। লোকজন ভোট দিচ্ছেন বিপুল সংখ্যায়। ইসলামপন্থী দলগুলো এ প্রস্থের ভোটেও প্রাধান্য বিস্তারের আশা করছেন।

বুধবার ভোট হ’লো আসওয়ান, বেনী সুয়েফ, গিযা, ইসমাইলিয়া, সুয়েয এবং সোহাগ সহ ৯টি এলাকায় । ভোট পর্ব বৃহস্পতিবারেও চলবে। এ প্রস্থের বৈধ্য ভোটার সংখ্যা এক কোটি আশি লক্ষ। ভোট হচ্ছে চার’শ আটানব্বুই আসন বিশিষ্ট সংসদের নিম্ন পরিষদ নির্বাচনে । বাদবাকি ৯টি প্রদেশের নির্বাচনের জন্যে তৃতীয় প্রস্থের ভোট গ্রহণ হবে জানুয়ারীর প্রথম ভাগে। সাবেক প্রেসিডেন্ট হোসনী মোবারককে গদিচ্চ্যুত করে যে গণঅভ্যুত্থান তার পর এই প্রথম মিশরে সংসদিয় নির্বাচন হচ্ছে।

সংসদের তুলনামূলক কম শক্তিধর উচ্চ পরিষদের নির্বাচনের জন্যে ভোট শুরূ হবে জানূয়ারীর শেষাশেষি এবং তা শেষ হবে মার্চে আর তার পর সংসদ নতুন একটা সংবিধান রচনা করবে।

XS
SM
MD
LG