নেপালের উত্তরপূর্বাঞ্চলে ভূমিধ্বসে অন্তত ৮জন মারা গেছে, নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। প্রবল বর্ষণের কারণে ঐ ভূমিধ্বস হয়।
কর্তৃপক্ষ বলছে, শনিবার দিনের শুরুতে ঐ ভূমিধ্বস আঘাত হানে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। অনেক বাড়িঘর এখনও পাথর ও কাদার নিচে চাপা পড়ে আছে।
এই ভুমিধ্বসের কারণে, ঐ এলাকার একটি নদীতে বাঁধের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, যেকোন সময় ঐ বাঁধ ভেঙ্গে পড়লে, পাদদেশের গ্রামগুলোকে তা ভাসিয়ে নিয়ে যাবে।
সরকার ঐ এলাকাকে, বন্যা সংকট এলাকা ঘোষণা করেছে। সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিস্ফোরক ব্যবহার করে নদীর গতিপথ পরিস্কার করতে চেষ্টা করে।