ভারতের পশ্চিম বঙ্গের বিধান সভার নির্বাচন এবার অনুষ্ঠিত হচ্ছে ভিন্নতর এক পরিবেশে। কংগ্রেস ও বামপন্থিদের অপেক্ষাকৃত দূর্বলতা তৃণমূল কংগ্রেসকে যে সুবিধা দিয়েছিল আগেকার নির্বাচনগুলোতে সে রকম সুবিধা বোধ হয় এবার তৃণমূল পাচ্ছেনা কারণ ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি এবার জোরে শোরে লেগেছে পশ্চিমবঙ্গ বিজয়ে । পশ্চিমবঙ্গবাসীর মন কাড়ার জোর প্রচেষ্টা চালাচ্ছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পরিস্থিতটা ঠিক কোন দিকে যাচ্ছে এ সব নিয়েই বিশ্লেষণ করেছেন কোলকাতার বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শ্যামলেন্দু মিত্র। আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।
ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: তাওহিদ ইসলাম